DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

বরাক রিভার সাফারির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রাই

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২৩ শে এপ্রিল –  বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবেশ গত পর্যটন স্থলের গুরুত্ব অপরিসীম হয়ে পড়েছে। প্রকৃতিপ্রেমী  পর্যটক গনের প্রথম পছন্দ প্রাকৃতিক পরিবেশে গাছপালা ও পশু পাখিদের বিচরন উপভোগ ও অধ্যয়ন করা। তাই এই পরিবেশ  গত পর্যটন স্থল  তৈরি করতে আসাম সরকারের বনবিভাগ ও পর্যটন বিভাগ বিভিন্ন স্থানে ইকো ট্যুরিজম বা পরিবেশ গত পর্যটন স্থল তৈরি করে স্থানীয় বাসিন্দা দের অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের পথ উন্মুক্ত করে পরিবেশ সংরক্ষণ করতে এগিয়ে এসেছে।

পর্যটকদের সর্বাধিক বিনোদনের সুযোগ সেইসাথে একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক বিকাশের লক্ষ্যে বরাক নদীর উজানে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ইক ট্যুরিজমের রিভার সাফারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গতকাল শনিবার  লক্ষ্মীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক কৌশিক রাই। বনবিভাগের কর্মকর্তা দের সাথে নিয়ে মটর লঞ্চে বরাক নদীর উজানে পৌঁছে পুরো এলাকা পরিদর্শন করেন।পরে জিরি মুখ বনবিভাগের বিট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক সভা। এই সভায় বিধায়ক কৌশিক রাই তার বক্তব্যে বলেন বর্তমান পরিস্থিতিতে পরিবেশ গত পর্যটন স্থলের গুরুত্ব অপরিসীম তাই অদুর ভবিষ্যতে এই অঞ্চল পর্যটক দের কাছে আকর্ষণীয় স্থল হিসেবে চিহ্নিত হবে।ফলে এই এলাকার সার্বিক উন্নয়ন হবে। তিনি বলেন উদার বন্দ বিধানসভা এলাকার ইন্দিরা নগরের ইকো ট্যুরিজম গত পাঁচ মাসে প্রায় ১০ লাখ টাকা আয় করেছে ঠিক তেমনি এখানে ও হবে।। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলার বনবিভাগের আধিকারিক , তিনি বরাক রিভার সাফারির ইতিবৃত্ত তুলে ধরেন। ট্যুরিজম কে ঘিরে আয়ের উৎস কি ভাবে গড়ে উঠে তা নিয়ে বিশদ আলোচনা করেন অনিরুদ্ধ চাউজি এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা।  তাদের মধ্যে অন্যতম  বিশিষ্ট পশু প্রেমিক তথা ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক জীষ্ণু দত্ত ও অঞ্জনা ধীর। ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন বনবিভাগের আঞ্চলিক বিষয়া আর, রং ফার।

আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপি দলের লক্ষ্মীপুর মন্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সহকারী কমিশনার জয় খৃষ্টিনা, লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য অনিতা দেবী, আঞ্চলিক সভাপতি জেকব মার,জিপি সভাপতি দিলীপ দাস, করিমগঞ্জ বন বিভাগের এসিএফ দেবজ্যোতি নাথ,ডিসিএফ বাবুল দাস প্রমুখ।