DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

কচিকাঁচা দের স্বার্থে যাত্রা শুরু করলো বিহাড়া বাজার হলি নার্চার স্কুল

নিজস্ব সংবাদদাতা বিহাড়া বাজার  ২৫ শে এপ্রিল —- নূতন আঙ্গিকে যাত্রা শুরু করলো বিহাড়া হলি নার্চার ইংরেজি মাধ্যমের স্কুল। গতকাল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুলের দায়ভার  নূতন পরিচালক কমিটি সমজে নেয়।

এখানে উল্লেখ্য যে বিহাড়া বাজার এলাকায় ইংরেজী মাধ্যমের কোনো স্কুল নাথাকায় ২০১৫ ইংরেজীর ১৪ ই নভেম্বর শিশু দিবসের দিন এই এলাকার দুই তরুন উদ্যোমী যথাক্রমে বিপ্লব কর চৌধুরী ও ইন্দ্র জিত সাহা স্কুল টি আরম্ভ করেন। প্রতিষ্ঠাতা দ্বয় ২০১৬ ইং সালের ১ লা জানুয়ারি থেকে ক্লাস শুরু করেন। প্রথমার্ধে নিজস্ব তহবিলের অর্থ দিয়ে গড়ের ভিতর পঞ্চায়েত সমিতির একটি কক্ষে ক্লাস শুরু হলে ও পরবর্তীতে তা স্থানান্তর করে বিপ্লব কর চৌধুরীর বাড়িতে নিয়ে আসা হয় এবং নিজে স্কুল ঘর নির্মাণ করে ক্লাস শুরু করেন।তাতে দেখা গেছে স্থানীয় গরীব মানুষ তাদের কচিকাঁচা দের ইংরেজী শিক্ষার প্রতি মনোনিবেশ করতে এগিয়ে আসেন।

ব্যক্তিগত কারণে প্রতিষ্ঠাতা বিপ্লব কর চৌধুরী এই স্বপ্নের ইংরেজী মাধ্যমের স্কুলটিকে উন্নীত করতে এই এলাকার তিন উদ্যোমী যুবক যথাক্রমে রাজীব দে, নির্মল শীল এবং চন্দন চক্রবর্তী কে সমজে দেন। তাঁরা দিল্লীর মাই ছোটা স্কুল প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে এই হলি নার্চার ইংরেজি মাধ্যমের স্কুল কে নূতন রূপ দিয়ে পরিচালনা করতে সিদ্ধান্ত নেন। সেই মতো গতকাল এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এই স্কুলের যাত্রা শুরু করেন। এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র ধর, অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল দেব, শিক্ষক নিরুপম নাথ, সমাজ সেবী বিজন গোস্বামী প্রমূখ। উপস্থিত বিশিষ্ট জনেরা তাদের বক্তব্যে উদ্যোক্তা দের ভুয়সী প্রশংসা করে বলেন আজকের এই প্রয়াস বৃহত্তর বিহাড়া এলাকায় এই প্রথম। দীর্ঘদিন পর কচিকাঁচা দের ইংরেজী মাধ্যমের একটি স্কুল শুরু হলো । তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।