DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

শিলচর কালাইন সড়কের শিব বাড়ি এলাকার মানুষের ধৈর্যের বাঁধ ভাঙার উদাহরণ আজকের পথ অবরোধ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা শিলচর ২৭ শে এপ্রিল — ব্যস্ততম শিলচর কালাইন সড়কের মজুমদার বাজার থেকে শিব বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করার নামে ছেলে খেলা করছে প্রশাসন এমনটাই জানিয়েছেন আজকের শতাধিক পুরুষ মহিলা পথ অবরোধ কারী গন। তাদের মতে এই এলাকার মানুষের ধৈর্যের বাঁধ আজ ভেঙে পড়ার মূল কারণ রাস্তা সংস্কার নিয়ে প্রতিবাদ করলে পুলিশ লাগিয়ে প্রশাসন তাদের প্রতিবাদী কন্ঠ কে রোধ করে দেয়।

সুত্রে জানা গেছে কিছু দিন আগে প্রবল বৃষ্টির ফলে এই এলাকার নরক সদৃশ দৃশ্য ক্যামেরা বন্দি করে সামাজিক মাধ্যমে ফলাও করে প্রচার করার জন্য চার পাঁচ জন কে পুলিশের মারপেচে পড়তে হয়েছে, এনিয়ে এই এলাকার মানুষ যারপর নাই ক্ষেপে আছেন , অন্যদিকে ধুলো ঝড়ে নাকাল এই এলাকার মানুষ,তাই আজ হঠাৎ করে প্রখর রৌদ্র উপেক্ষা করে শতাধিক পুরুষ মহিলা মজুমদার বাজার থেকে শিব বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করার দাবিতে পথ অবরোধ কর্মসূচি হাতে নেন। টানা ঘন্টা পাঁচেক এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে সাধারণ মানুষের কাছে প্রথম দিকে একটু বিরক্তি প্রকাশ পেলে ও   অবরোধ কর্মসূচির গুরুত্ব উপলব্ধি করে সবাই পায়ে হেঁটে শহরের দিকে এগিয়ে যান।

অবরোধ কারী গন বারবার স্থানীয় বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে । অবশেষে জেলা প্রশাসনের তরফে অবরোধ কারী গনের সাথে এক আলোচনা সভায় মিলিত হয়ে তাদের দাবি মেনে রাস্তা সংস্কার করার সিদ্ধান্তে উপনীত হলে অবরোধ তুলে নেওয়া হয়।