DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

আন্তর্জাতিক মে দিবস উদযাপন হলো বিহাড়ায়

নিজস্ব সংবাদদাতা বিহাড়া বাজার ২রা মে — সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে গতকাল আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হলো মহান মে দিবসের অনুষ্ঠান।এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিহাড়া বাজার দেশ বন্ধু ক্লাব প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই মহান শ্রমিক দিবসের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন প্রাক্তন শ্রমিক নেতা ভবানন্দ কুর্মী , শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কাছাড় জেলা অঙ্গন বাড়ী কর্মী সংস্থার সম্পাদিকা ঝর্ণা দাস,

এরপর আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সমাজ সেবী তথা বিহাড়া দেশবন্ধু ক্লাবের কার্যকরী কমিটির সদস্য বিপ্লব কর চৌধুরী। তাছাড়া এই দিবসের তাৎপর্য ব্যাখা করেন শ্রমিক নেতা তথা বিহাড়া দেশবন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক রবীন্দ্র নারায়ন আচার্য। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎপল কান্তি নাথ। এছাড়া উপস্থিত ছিলেন অঙ্গন বাড়ী কর্মী ও সহায়িকা,আশা কর্মী এবং দেশবন্ধু বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা সহ বে সরকারী সংস্থার কর্মীরা।