লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৩ রা মে — লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্রীড়াবিদ, সংস্কৃতি প্রেমী ও সমাজ সেবী দের বিশেষ সংবর্ধনা প্রদান কার্যসূচি হাতে নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা, এছাড়া বরাক উপত্যকার চারটি জেলা ক্রীড়া সংস্থার মধ্যে মহিলা ফুটবল প্রতিযোগিতা কার্যসূচি ও হাতে নেওয়া হয়েছে।
আগামী ৭ ই মে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হবে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা বনাম করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মধ্যে। ৮ ই মে শিলচর জেলা ক্রীড়া সংস্থা বনাম হাইলা কান্দি জেলা ক্রীড়া সংস্থার মধ্যে। চার দলের মধ্যে যে দুই দল বেরিয়ে আসবে তাদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে । পুরস্কার হিসেবে থাকছে রানার আপ ট্রফি ও প্রাইজ মানি।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক কৌশিক রাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা প্রশাসক সুদীপ কুমার নাথ, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট ক্রীড়া বিদ গণ।এইসব কার্যসূচি গুলো হাতে নেওয়ার বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভাপতি রাজদীপ গোয়ালা সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ প্রদীপ কুমার দে, প্রণব আচার্য্য প্রমূখ।