DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

উত্তাল মনিপুর- হাজারো ধিক উপজাতি মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন স্থানে

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের বিশেষ প্রতিবেদন ৫ ই মে — এ কদিনের হিংসাত্মক ঘটনায় মনিপুর রাজ্যের উথালপাথাল অবস্থার পরিবর্তন না হওয়াতে আজ মনিপুর সরকার দেখামাত্র গুলির নির্দেশ প্রদান করেছেন। এমতাবস্থায় মনিপুর রাজ্যের জিরিবাম জেলার উপজাতি সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হওয়ার ভয়ে প্রাণের তাগিদে নদীপথে প্রায় ১১০০ মানুষ আজ লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন স্থানে আশ্রয় নেন। লক্ষ্মীপুর প্রশাসন তাদের কে আশ্রয় শিবির খুলে দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার জেলা শাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাতো বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উভয়েই শিবির গুলোতে উপস্থিত হয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং সঙ্গে সঙ্গে মনিপুর সরকারের সঙ্গে আলোচনা করে তাদের দুদিনের খাবারের ব্যবস্থা করেন। এই অসহায় মানুষের আশ্রয় নেওয়া প্রসঙ্গে কোন ধরনের গুজব যাতে ছড়িয়ে না পড়ে তারজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান। এই শরণার্থী আগমনের বিষয়ে সমগ্র লক্ষ্মীপুর মহকুমায় জোরদার চর্চা শুরু হয়েছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও নদীপথে   প্রচুর উপজাতি সম্প্রদায়ের মানুষ আসছেন বলে জানা গেছে।