লক্ষ্মীপুর থেকে অসীম রায় ৭ ই মে—- এখনও অব্যাহত আছে মনিপুর থেকে আসা শরণার্থীদের ঢল ।কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে লক্ষ্মীপুর মহকুমা প্রসাশনের তরফে ইউনিয়ন হাইস্কুল,শিবা নন্দ পাঠশালা ও মিশনারী ইংলিশ হাইস্কুলে আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে।
আজ সন্ধ্যায় আসাম চা নিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা এই শিবির গুলো পরিদর্শন করেন। তিনি শরণার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তখন তিনি জানতে পারেন এখানে আশ্রিত শরণার্থীদের শিশু খাদ্যের অভাব বোধ হচ্ছে। মানবিকতার কারণে সঙ্গে সঙ্গে তিনি তাঁর সাথে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য দের মাধ্যমে শিশু খাদ্য সহ সাবান ও তারপলিন বিতরণ করবেন বলে জানিয়েছেন।
আজ তাঁর সাথে উপস্থিত ছিলেন মান্না দে, প্রভাব আচার্য, স্বাস্থ্য বিভাগের কর্মী ওম প্রকাশ দীক্ষিত সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রাজদীপ গোয়ালা মহাশয়ের এই সাহায্য প্রদানের কথা শুনে শরণার্থী গন আনন্দ প্রকাশ করেন।