লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১৪ ই মে — এটার নামই গণতন্ত্র,জনগণ চাইলে মসনদ পাল্টাতে পারেন আর হলো ও তাই। মোট ২২৪ আসনের মধ্যে ১৩৬ টি আসনে জয়লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস দল বিজেপি কে টেক্কা দিয়ে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পূর্বে এক চমক সৃষ্টি করে সমগ্র ভারতের দৃষ্টি নিবন্ধ করেছে। আজ রাতেই বিধায়ণী দলের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক।
এখানে উল্লেখ্য যে বিজেপি দল পুনরায় মসনদ আঁকড়ে ধরতে সর্ব শক্তি প্রদর্শন করে ও সার্থক হতে পারে নি,কারন গণতন্ত্রের মূল আরক জনগণ। তাই জনগণ চাইলে তাদের পছন্দ মতো দলের হাতে শাসন ভার তুলে দিতে পারেন। অনেকেই ভাবছিলেন ভোটার যন্ত্র কারচুপির মাধ্যমে বিজয়ী হয়ে যাবে বিজেপি দল কিন্তু এসব যে গুজব তা প্রমাণ করে দিলেন কর্ণাটকের জনসাধারণ। তারা বিজেপি দলের শাসনামলে যে সন্তুষ্ট নন তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে।
কংগ্রেসের এই বিশাল ব্যবধানে বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই সমগ্র ভারতের কংগ্রেস কর্মীগণ আনন্দে মেতে ওঠে বাজী পটকা ফাটান, মিষ্টি বিতরণ ও করেন। তাদের সাথে সঙ্গতি রেখে গতকাল লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস সহ অন্যান্য শাখা সংগঠনের কর্মীরা বাজী পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।। এই আনন্দ উল্লাসে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক থৈবা সিংহ, ব্লক কংগ্রেস সভাপতি মুহিবুর রহমান, মন্ডল কংগ্রেস সভাপতি বিজন পাল, সম্পাদক আব্দুল চৌধুরী, বাপ্পা সেন, ওয়ার্ড কমিশনার অমিত দাস,আবেল রং মাই ও বিকাশ দে প্রমূখ ।