DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

পিএনসি, উত্তর পূর্বাঞ্চলের এক প্রাচীন সংবাদ সংস্থা – হারাণ

শিলচর থেকে বি ,কে, দত্তের প্রতিবেদন ১৭ ই মে —- আজ বেশ কদিন ধরে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিএনসি সংবাদ সংস্থা নিয়ে রীতিমতো সমালোচনা চলতে চলতে শেষ পর্যন্ত ব্যক্তিগত আক্রমণ ও আক্রোশ পরিলক্ষিত হয়েছে। হাতে গুনা কজন সাংবাদিক পিএনসি কি?  উনি কবে থেকে সাংবাদিক ইত্যাদি বাক্যবানে জর্জরিত করে তুলেছিলেন এই গ্রুপ কে। তাতে দেখা গেছে কয়েকজন না জেনে না শুনে তারা ও সামিল হয়েছেন। অবশেষে এই গ্রুপের এডমিন  এব্যাপারে হস্তক্ষেপ করে আপাতত সামাল দিয়েছেন।

এই প্রতিবেদক আজ এই বিষয়ে পিএনসি এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক হারাণ দে মহাশয়কে এই সংবাদ সংস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন প্রকৃতি নিউজ কনসার্ন অনেক প্রাচীন একটি  সংবাদ সংস্থা। যেটি ১৯৭০ ইংরেজীতে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা হয়। তখন আসামের রাজধানী শিলঙ ছিলো। সেখান থেকেই বিভিন্ন সংবাদ পত্রে  সংবাদ লিখে পাঠানো হতো, এরপর থেকে আজ অবধি বাংলা, অসমীয়া ও ইংরেজি পত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে। তিনি আরো জানান, এই সব সংবাদ প্রেরণ করে কোনো ধরনের অর্থ নেওয়া হয় না।

এই প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে অনেক সাংবাদিক কে দেখলাম তারা এই গ্রুপের মাধ্যমে জানতে চেয়েছেন পিএনসি কি? এর উত্তরে শ্রী দে বলেন যারা এধরনের প্রসঙ্গ তুলেছেন তাদের  মনে হয় সত্তরের দশকে সংবাদ জগতে প্রবেশ ঘটেনি তাই প্রশ্ন উত্থাপন করেছেন, সর্বোপরি তাদের মালিক ও সম্পাদক এই সংবাদ সংস্থা সম্পর্কে অবগত আছেন তাই পিএনসি এর সংবাদ তারা প্রকাশ করেছেন নিয়মিত ভাবে।  পরিশেষে কে কি বললো তাতে তার কিছু যায় আসেনা। সমালোচনা না থাকলে কোনো কিছুর গুরুত্ব উপলব্ধি সম্ভব নয় বলে দৃঢ়প্রত্যয়  প্রকাশ করেন বিশিষ্ট এই সাংবাদিক।