DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

লক্ষ্মীপুর লোকনাথ সেবা সমিতির সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর ২৪শে মে —- প্রতি বছরের ন্যায় এবারও আগামী ১৯ শে জৈষ্ঠ্য ৩ রা মে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস ভক্তিসহকারে লক্ষ্মীপুর লোকনাথ সেবা সমিতির উদ্যোগে পালন করা হবে।এই উপলক্ষে গতকাল এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে সেবা সমিতির কর্মকর্তা গণ এই দিবসের কার্য্যসুচীতে কি কি রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য সাংবাদিক দের সম্মুখে তুলে ধরেন।

এই কার্য্যসুচীতে রয়েছে ১৮ ই জৈষ্ঠ্য ২ রা মে সন্ধ্যায় জল ভরা মঙ্গল ঘট আনয়ন করে রাত ৮ টায় শুভ অধিবাস শুরু হবে ,১৯শে জৈষ্ঠ্য ৩ রা মে ভোর সাড়ে চারটার সময় মঙ্গল আরতি পর শুরু হবে কীর্তন। দুপুর বারোটায় ভোগারতির পর মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টায় নগর পরিক্রমা এবং ৭ ঘটিকায় কীর্তনের পূর্ণা অনুষ্ঠান শুরু হবে। উক্ত মহতি অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন উদ্যোক্তা গণ।

আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর লোকনাথ সেবা সমিতির সভাপতি কাজল মালাকার, সম্পাদক অসীম রায় সহ পুলক চন্দ, চম্পা দাস,পূরবী চক্রবর্তী, পম্পা দেব, বিশ্বজিৎ রায়, পম্পা পাল, গীতা রায়,দেবজিত রায় প্রমুখ।