লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২৫ শে মে— লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে ফেইসবুকে লক্ষ্মীপুর এলাকার দুজন ব্যক্তি অপ্রচার চালানোর ঘটনা এই এলাকার একমাত্র বাংলা মাধ্যম হাই স্কুলের ভাব মূর্তি বিনষ্ট করার নামান্তর বলে মনে করেন এই হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল স্কুলের প্রধান শিক্ষিকা গৌরী পাল এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে উত্থাপিত মনগড়া অভিযোগ বিষয়ে সাফাই দিতে গিয়ে বলেন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার টেষ্টে ২৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারে নি , এখানে উল্লেখ্য যে তাদের বাড়ি লক্ষ্মী ছড়া গ্রামে সেখান থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি ফলে তাদের অভিভাবকরা তাদের সন্তানদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। অবশিষ্ট সাতজন ছাত্র নির্দিষ্ট সময়ে তাদের পরীক্ষার ফর্ম পূরণ করে পরিক্ষায় বসে এবং সবাই উত্তীর্ণ হয়। শতাংশের হিসেবে এই স্কুলের পাশের হার ১০০% এমতাবস্থায় অভিযোগ কারি গন স্কুলের প্রধান শিক্ষক কে জিজ্ঞেস করতে পারতেন বলে সাংবাদিকদের জানিয়েছেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা গণ।
এখানে উল্লেখ্য যে এই স্কুলের সাথে একটি প্রাথমিক স্কুল কে সংযুক্ত করা হয়েছে, এবারের পরীক্ষার ফলাফল নিয়ে এই স্কুলের অভিভাবক গন সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষক শিক্ষিকা দের অভিনন্দন জানিয়েছেন। তাদের আশা আগামী দিনে এই স্কুলের ফলাফল আরও ভালো হবে। গতকালের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা গৌরী পাল সহ পূর্ণেন্দু দাস, মিনাক্ষী সরকার,দীপা রায়,এল,ইবেন হাল দেবী,লিজেঙ দেবী, রত্ন জিত দেব,পি, রংমি এবং মারুফ হোসেন বড় ভূঁইয়া প্রমুখ।