DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

জোনমনি হত্যা কান্ডে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তায় ভাটা পড়বে – অভিমত

গৌহাটি থেকে বিকাশ দাসের প্রতিবেদন ৩০ শে মে — আসাম পুলিশের সাব ইন্সপেক্টর জোনমনি রাভার রহস্যময় হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের রহস্যময় ভূমিকার বিরুদ্ধে সমগ্র রাজ্যে বিভিন্ন দল সংগঠনের সদস্যরা ধারাবাহিক ভাবে প্রতিবাদী মিছিল মিটিং আজ অবধি চালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের গৃহ বিভাগের প্রতি ক্রমশ আস্থা হারিয়ে যাচ্ছে বলে আজ গৌহাটি মহানগর এলাকার সচেতন নাগরিক গন মনে করছেন বলে পরিলক্ষিত হচ্ছে।

বিভিন্ন দল সংগঠনের সদস্যরা যেভাবে এই রহস্যময় হত্যাকাণ্ডের প্রতিবাদ শুরু করেছেন তাতে রাজনৈতিক বিশ্লেষকরা এটাই মনে করছেন যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুগান্তকারী পদক্ষেপ ও পরিবর্তনের কারণে এযাবৎকালের সেরা মূখ্যমন্ত্রী হিসেবে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা এই রহস্যময় হত্যাকাণ্ডের পর সামাজিক মাধ্যমে ফলাও করে যে ভাবে এই হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে তা নিয়ে রীতিমতো খেদ প্রকাশ করেছেন সাধারণ জনতা। তাদের মতে বর্তমান সরকারের পুলিশ সাধারণ ঘটনার এজাহারে উল্লেখ করা লোকজনের উপরে যে ভাবে সক্রিয়তা দেখায় সেখানে সাব  ইন্সপেক্টর  জোনমনি রাভার মায়ের এজাহারে উল্লেখ করা লোকজনের উপরে কেনো পুলিশি নিষ্ক্রিয়তা চোখে পড়ছে।  তাই প্রতিদিন নিয়মিত ভাবে প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করা কে তুচ্ছ মনে করলে আগামী নির্বাচনে তার যে বিরূপ প্রভাব বিস্তার করবে তা আর বলার অপেক্ষা রাখে না বলে জানিয়েছেন সমাজ সেবী বিষ্ণু রাম হাজারিকা, প্রতিম বরা,জোনালী দত্ত,গোলক রাজবংশী,সহ আছুর নেতা কর্মীরা।

আজ এই প্রতিবেদক কে তারা বলেন এটা কি ধরনের স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের কে সরকার রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েছেন কেনো,? আইন সবার জন্য সমান কিন্তু কি এমন রহস্য যে রাজ্যের পুলিশ বিভাগের এক সাব ইন্সপেক্টরের হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। এসব নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিরোধী দলের নেতাকর্মীদের তীক্ষ্ণ বাক্যবানে বিঁধতে হচ্ছে বর্তমান পরিবর্তন কামী সরকারের গৃহ বিভাগ কে, এসবের বিরুদ্ধে ক্রমশঃ জনমত গড়ে উঠেছে বলে আভাস পাওয়া যাচ্ছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ করা না হলে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অর্জিত জনপ্রিয়তার যে ভাটা পড়বে এমনটাই অভিমত ব্যক্ত করেছেন সচেতন নাগরিক গন সহ বিভিন্ন দল সংগঠনের সদস্যরা।