DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

লক্ষ্মীপুর বিধানসভা এলাকার ৭৯ জন নিযুক্ত প্রাপ্ত যুবক যুবতী দের উষ্ণ শুভেচ্ছা জানান বিধায়ক কৌশিক রাই

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৩০ শে মে — সম্প্রতি আসাম সরকার বিশাল সংখ্যক বেকার যুবক যুবতী দের সরকারের বিভিন্ন বিভাগে নিযুক্তি প্রদান করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শ্বাহের উপস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করে।

এই নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ্মীপুর বিধানসভার মোট ৭৯ জন কর্ম প্রার্থীর ভাগ্যে জুটলো নিযুক্তি পত্র ।এই নবনিযুক্ত যুবক যুবতী দের শুভেচ্ছা জানাতে গত সোমবার ফুলের তল বহুমুখী প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান লক্ষ্মীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক কৌশিক রাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিধায়ক রাই তাঁর বক্তব্যে উল্লেখ করেন আজকের এই নিযুক্তি  প্রঞ্জা যোজনার মাধ্যমে হয়েছে।মেধার ভিত্তিতে তাদের নিযুক্তি প্রদান করেছে সরকার। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন নেই। তিনি সবাইকে নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করতে আহবান জানান। এছাড়া এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা প্রশাসক সুদীপ কুমার নাথ, পয়লা পুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি মৃণাল কান্তি দাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিমলেন্দু চক্রবর্তী।