লক্ষ্মীপুর থেকে অসীম রায় ৫ ই জুন — আজ বিশ্ব পরিবেশ দিবস, সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে আজ লক্ষ্মীপুর লোকনাথ সেবা সমিতির উদ্যোগে লক্ষ্মীপুর ১ নং ওয়ার্ডে প্রায় কুড়ি টি মতো বৃক্ষের চারা রোপণ করা হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথ সেবা সমিতির সভাপতি কাজল মালাকার,সহ সম্পাদক বিশ্বজিৎ রায়,সহ সম্পাদিকা চম্পা দাস ,সীমা রায় মিতালী রায়, দেবজিত রায়, প্রিয়া দাস,সুধীর পাল প্রমূখ।