DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

পয়লা পুলের অফ ফার্ম প্রডিউসার অর্গানাইজেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নবীন ধীঙ রা

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৯ ই জুন —-   ইয়ুথ সাইনিং এসোসিয়েশনের উদ্যোগে গতকাল পয়লা পুল কমিউনিটি হলে সিন লৈমা উয়িভার প্রডিউসার কোপারেটিভ সোসাইটির অফ ফার্ম প্রডিউসার অর্গানাইজেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন না বার্ডের নর্থ ইষ্ট রিজিয়নেল ম্যানেজার নবীন ধীঙ রা।

এখানে উল্লেখ্য যে লক্ষ্মীপুর এলাকার তাঁত শিল্প কে বাজার জাত করে এই এলাকার তাঁতীদের আয় বৃদ্ধি করে তাদের কে উৎসাহিত করতে  না বার্ড  এই পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে এই এলাকার মনিপুরী সম্প্রদায়ের মহিলা গণ তাঁত শিল্প কে তাদের সহযোগী উপার্জন হিসেবে ধরে রেখেছেন। কিন্তু তাদের এই শিল্প এক নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ রেখেছেন ফলে উপযুক্ত মূল্যায়ন মিলছে না, অবশেষে গতকাল তাদের শিল্প কে আনুষ্ঠানিক ভাবে বাজার জাত করতে হস্ত তাঁত বয়ন শিল্প বিভাগ এগিয়ে এসেছে।

এই কার্য্যসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীনেশ কুমার গুপ্তা এ,বি,এম কাছাড় হস্ত তাঁত বয়ন শিল্প বিভাগ, করিমগঞ্জ হস্ত তাঁত বয়ন বিভাগের সহকারী নির্দেশক এল,হরিলাল সিংহ,হাইলা কান্দি জেলা হস্ত তাঁত বয়ন বিভাগের পরিদর্শক বিজয়া দেবী আসাম মনিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রীণা সিংহ, পয়লা পুল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার কিরণ সরকার। উদ্বোধনের পর এক সভা অনুষ্টিত হয়, সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা তাদের বক্তব্যে এই তাঁত শিল্প কে আধুনিকরন করতে বিভাগীয় কতৃপক্ষের কাছে অনুরোধ জানান। তাঁরা বলেন অত্যাধুনিক মেশিন ব্যবহার করে যদি উৎপাদন শুরু হয় তাহলে কম খরচে উৎপাদিত সামগ্রী বাজার জাত করে তাঁত শিল্পী গন লাভবান হবেন। অবশেষে না বার্ডের রিজিওনাল ম্যানেজার তাঁর বক্তব্যে তাঁত শিল্পের উন্নয়নে সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।