DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

বড়খলা বিধানসভা চক্রের বাগান এলাকায় ডা.অমিত কালোয়ারের স্বাস্থ্য শিবির নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে

বিশেষ প্রতিবেদন বড়খলা ৯ ই জুন —-   ডা.অমিত কালোয়ার বরাক উপত্যকার একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে পরিচিত। তাঁর অমায়িক ব্যবহার এবং চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তিনি স্বল্প সময়ের ব্যবধানে বরাক উপত্যকার মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন।

আজ বেশ কিছু দিন ধরে বড়খলা বিধানসভা এলাকায় তাঁর নামে ফ্যানস ক্লাব গঠন করে তাঁর অনুগামী গন বিশেষ করে গরীব কল্যাণে স্বাস্থ্য শিবির আয়োজন করে এই বড়খলা বিধানসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন বলে জানা গেছে। এখন  পর্যন্ত যতটুকু জানা গেছে প্রতিটি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে বাগান এলাকায়  ভবিষ্যতে বস্তি এলাকায় ও স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। প্রতিটি স্বাস্থ্য শিবিরে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।

এইসব শিবির গুলোতে শিলচর মেডিকেল কলেজের বেশ কিছু চিকিৎসক কে দেখতে পাওয়া গেছে। বড়খলা বিধানসভা এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডা.অমিত কালোয়ারের এই জনসেবামূলক শিবিরের নেপথ্যে রয়েছে রাজনৈতিক চিন্তা ধারা। আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রতি শ্যেন দৃষ্টি নিবন্ধ করতে প্রথমেই তিনি বড়খলা বিধানসভা এলাকায় থাকা অবাঙালি দের কাছে পৌঁছতে শুরু করেছেন। আর বাগান এলাকায় গেলে তাঁর বিষয়ে চর্চা শুনতে পাওয়া যায়। সহজ সরল বাগান শ্রমিকদের ভাষ্য মতে জানা গেছে ডা অমিত কালোয়ার লক্ষ্মীপুর বিধানসভা চক্রের জনপ্রিয় বিধায়ক কৌশিক রাই মহাশয়ের খুব ঘনিষ্ঠ লোক ।

২০২৬ আসার পূর্বে সমষ্টি নির্ধারণের ও   সংরক্ষনের ঝামেলা মিটে গেলে বরাক উপত্যকার বেশ কিছু বিধানসভা চক্রে নূতন মুখ দেখতে পাওয়া যে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।  সেই মতো ডা অমিত কালোয়ার ও এখানে প্রার্থী হিসেবে আসলে অবাক হবার নয়,যদিও এসব রাজনৈতিক দলের লাভ লোকসানের দাঁড়িপাল্লায় মেপে হবে। এক বিশেষ সূত্র জানিয়েছে লক্ষ্মীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক কৌশিক রাই মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ অন্যদিকে হিন্দি ভাষী হিসেবে বিজেপি দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ও সুপরিচিত,তাই দু একজনের নাম সুপারিশ করতে পারেন নিজের পছন্দের সেটা সময়ে জানা যাবে। সেই মতো ডা, অমিত কালোয়ার ও পছন্দের তালিকায় থাকতে পারেন।