DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

মাস মাস বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ বিল, সর্বত্রই গ্রাহকদের ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা শিলচর ১১ ই জুন —- আসাম  বিদ্যুৎ বিতরণ বিভাগের  বিরুদ্ধে সমগ্র রাজ্যে উত্তাল প্রতিবাদ শুরু হয়েছে।যে সকল এলাকায় স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানে ও বিস্তর অভিযোগ উত্থাপন হচ্ছে আর যেখানে স্মার্ট মিটার বসানো হয় নি সেখানে ও অভিযোগ উঠেছে। এ যেনো আসাম বিদুৎত বিতরণ বিভাগ গ্রাহকদের সাথে ছেলেখেলা করছে।

প্রায় প্রতিদিনই অসংখ্য গ্রাহক কে বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয়ে ভীড় জমাতে দেখা যায়, প্রতি জন গ্রাহকের একটাই অভিযোগ বিলের পরিমানটা মাস মাস বৃদ্ধি পাচ্ছে। এতদিন ধরে একটা অভিযোগ শোনা যাচ্ছিল স্মার্ট মিটার বসানোর পর গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। অভিযোগের বিষয়ে আসাম বিদ্যুৎ বিতরণ বিভাগের তরফে সাফাই ও দেওয়া হয়েছে কিন্তু কোথায় যেন একটা খামতি রয়েছে,না হলে প্রতিবাদের ঝড় উঠতো না।

এদিকে আসাম বিদ্যুৎ বিতরণ বিভাগ সমহারে বিদ্যুৎ বিল স্মার্ট মিটার না বসিয়ে গত মার্চ মাস থেকে ফিক্সড চার্জ, মিটার রেন্ট, ইলেকট্রিসিটি ডিউটি, এফ পি পি পি এ সারচার্জ এই চারটি কলামে পরিবর্তন ও পরিবর্ধন করে প্রতি মাসে অস্বাভাবিক হারে মাশুল বৃদ্ধি করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। গতকাল এই প্রতিবেদক কে যখন গ্রাহক গণ তাদের বিল দেখান তখন তা ধরা পড়ে। এব্যপারে সাধারণ গ্রাহকরা অবগত নন। তাই প্রতি জন গ্রাহক  মার্চ মাস থেকে জুন মাসের বিল গুলো ভালো ভাবে পরখ করলে যাবতীয় কারসাজি পরিস্কার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।