লক্ষ্মীপুর থেকে অসীম রায় ১২ ই জুন — শিশু শ্রম আইন প্রণয়ন করে ও শিশু শ্রম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। সমগ্র বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে। সেই মতো আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস সর্বত্র পালন করা হচ্ছে।
আজ লক্ষ্মীপুর জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কাছাড় জেলা আইন পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে এবং জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা দের নিয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন পরিসেবা কতৃপক্ষের তরফে আইনজীবী এল,মোমন সিংহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কি, রাজেন্দ্র সিংহ,দীপক প্রজাপতি, সাংবাদিক ঘূর্ণি সিংহ , শিক্ষক দেবব্রত বণিক,নবম শ্রেণীর ছাত্রী পল্লবী দাস।
এই সভায় শিশু শ্রম বিষয়ে উপস্থিত বক্তারা বিশদ ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, তাদের বক্তব্যে সচেতনতা বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করতে হবে। না হলে শৈশবেই এই সব শিশু সার্বিকভাবে ধংস হয়ে যাবে।