নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর ১৬ ই মে — বিগত এক দশকে ও লক্ষ্মীপুর পৌরসভার এক নং ওয়ার্ডের হাল ফেরেনি। সামান্য বৃষ্টি হলে এই লেন দিয়ে চলাচল করা দুঃসাধ্য হয়ে যায়। বর্তমান সরকারের সময়ে ও এই লেনের বাসিন্দা দের বর্ষা এলেই হাতে চপ্পল কাঁধে ব্যাগ নিয়ে ঘরে ফিরতে হয়।আর এটা বিগত দশ বছর ধরে পৌরসভার নজরে আসে না, বারবার স্থানীয় বাসিন্দারা পৌরসভার সভাপতি ও কমিশনার কে আবেদন করে ও তাদের টনক নড়াতে পারেননি।
এখানে উল্লেখ্য যে বিগত পৌরসভা নির্বাচনের সময় এই ওয়ার্ডের কমিশনার শম্পা দাস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে দীর্ঘদিনের এই দাবি পূরণ করবেন। তাঁর এই প্রতিশ্রুতি কে সম্মান দিতে এই লেনের ভোটারদের বেশ উৎসাহিত হয়ে ভোট দিতে দেখা গেছে,জয়ী ও হলেন কিন্তু পদ পেয়ে বেমালুম ভুলে যান তাঁর প্রতিশ্রুতির কথা। যার ফলে দেখা যাচ্ছে এই লেন দিয়ে যাতায়াত করতে কচুরীপানা কে পা দিয়ে সরিয়ে পথ চলতে হয়।
এখানে উল্লেখ্য যে এই ওয়ার্ডের প্রাক্তন কমিশনার ও বর্তমান পৌরপতি মৃণাল কান্তি দাস ও এই বেহাল অবস্থা বিষয়ে অবগত আছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একটু লাল মাটি ভরাট করলে এই অবস্থার পরিবর্তন হতো ধীরে ধীরে না হয় পাকা করা যেতো। অবিলম্বে এই এক নং ওয়ার্ড যেটি নিবেদিতা লেন বলে পরিচিত তার হাল ফেরাতে বিধায়ক কৌশিক রাই মহাশয়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন এই লেনের বাসিন্দা গণ।