DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হলো জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে

অসীম রায় লক্ষ্মীপুর ২৬ শে জুন —- আজ আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। আজকের এই দিবস কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়।এই উপলক্ষে আয়োজিত এক সচেতনতা সভার আয়োজন করা হয়।

এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের তরফে পাবলিক রাইটস অ্যা ওয়ারনেস কেমপেইন কমিটির কর্মকর্তারা।জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল তাঁর প্রারম্ভিক বক্তব্যে উল্লেখ করেন মাদক সেবন বর্তমানে এক সামাজিক ব্যাধির রূপ ধারণ করে গোটা বিশ্বের যুব সমাজ কে ধ্বংস করতে চলেছে এর হাত থেকে বাঁচাতে হলে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠন কে আরও এগিয়ে আসতে হবে। বিশেষ করে এক ধরনের অসাধূ ব্যবসায়ী তাদের ব্যবসার খাতিরে বিশেষ করে ছাত্র সমাজ কে বেছে নিয়েছে তা এক অশনি সংকেত বলে মনে করেন। তিনি আরো বলেন বর্তমানে গুটকা সেবনের প্রবনতা ছাত্র ছাত্রী দের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এই প্রবনতা কে অচিরে রুখতে না পারলে ভবিষ্যতে তারা ও ধীরে ধীরে নেশার জগতে পৌঁছে যাবে।

আর এসব রুকতে হলে জোরদার সচেতনতা কর্মসূচি হাতে নিতে হবে। তারজন্য শিক্ষক শিক্ষিকা সহ অভিবাবকদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিবাবকদের এই বিষয়ে সচেতন হতে হবে। আজকের এই সভায় জেলা প্রশাসনের তরফে আসা কর্মকর্তারা এই মারাত্মক সামাজিক ব্যাধির বিষয়ে ছাত্র ছাত্রী দের সম্মুখে মাদক সেবনের কুফল নিয়ে বিশেষ সতর্কতা মূলক পরামর্শ প্রদান করেন। তারা বলেন ছাত্র ছাত্রী দের মাদক সেবন থেকে বিরত থেকে পড়া শুনায় মনোনিবেশ করতে আহবান জানান। পরিশেষে সভায় শপথ পাঠ করানোর পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।