নিজস্ব সংবাদদাতা শিলচর ২৭ শে জুন — অবৈধ বার্মিজ সুপারির বিরুদ্ধে পুলিশ খড়গ হস্ত হলেও তা নিয়ন্ত্রণে আনা যে সম্ভব হচ্ছে না আজ তা পরিস্কার হয়ে গেছে। আজ বিকাল সাড়ে চারটায় ভাঙ্গার পার পুলিশের এক দল গোপন সূত্রের ভিত্তিতে শিলচর কালাইন সড়কের পাশে অবস্থিত বেলা কোনা পেট্রোল পাম্পে আচমকা হানা দিয়ে UP 32 GN 6465 নাম্বারের ট্রাক টির তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি বার্মিজ সুপারির সন্ধান পেয়ে তড়িঘড়ি করে ভাঙ্গার পার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এখানে উল্লেখ্য যে সম্প্রতি বদর পুর জোয়াই জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং জোরদার করে তোলা হয়েছে, এমতাবস্থায় অবৈধ বার্মিজ সুপারির ব্যবসায়ীরা রুট পাল্টে শিলচর কালাইন সড়ক কে নিরাপদ করিডর হিসেবে বেছে নিয়ে রীতিমতো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই শিলচর কালাইন সড়ক দিয়ে মাঝে মাঝে বার্মিজ সুপারির ট্রাক যে চলাচল করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায় সময়ই দেখা যায় প্রকাশিত পেতে।
আজকের এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। আজ এই প্রতিবেদক কে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জড়ো হওয়া স্থানীয় বাসিন্দারা জানান এই ধরনের ট্রাক জব্দ করে পুলিশ নিয়ে যেতে দেখা গেলেও পরে তা কি যে হয় সেটা অজানা থেকে যায়। কদিন আগে পুলিশ ফাঁড়িতে জব্দ করা সুপারির বস্তা চোখে পড়লে ও বর্তমানে আর সেগুলো চোখে পড়ে না , এভাবেই আজ তারা অভিমত ব্যক্ত করেন।