DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

সমষ্টি পুনঃ নির্ধারণের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হলো লক্ষ্মীপুর মহকুমায়,

লক্ষ্মীপুরে থেকে অসীম রায়ের প্রতিবেদন ২৭ শে জুন — সমগ্র বরাক উপত্যকার সাথে আজ বলতে গেলে লক্ষ্মীপুর মহকুমার কিছু এলাকা ছাড়া সরকার বিরোধী দলের আহূত  ১২ ঘন্টার বন্ধ সর্বাত্মক সফল হয়েছে।আজ ভোর ৫ টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়েছে। অবশ্য কিছু এলাকায় বন্ধের আংশিক প্রভাব পড়েছে।

সমষ্টি পুনঃ নির্ধারণের বিরুদ্ধে আজ লক্ষ্মীপুর কংগ্রেস কমিটির কর্মকর্তারা রাস্তায় নেমে পড়েন। এদিকে বন্ধ বানচাল করতে সমান্তরাল ভাবে পুলিশ কে ও  মাঠে নামতে দেখা গেছে। কংগ্রেসের নেতা কর্মীরা সকাল থেকেই সচেষ্ট ছিলেন।সবার একই কথা এই সমষ্টি পুনঃ নির্ধারণ একপেশে এতে করে সাধারণ মানুষ বিপাকে পড়বেন। সকাল ৯ ঘটিকায় কংগ্রেসের দুই একনিষ্ঠ কর্মী বাপ্পা সেন ও আনসার আলী কে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।বাদ যান নি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক থৈবা সিংহ । বিকেল চারটার সময় পয়লা পুল থেকে এক মিছিল বের হয়ে লক্ষীপুর থানা পর্যন্ত আসতে চোখে পড়ে। মিছিলে অংশগ্রহণ কারি কংগ্রেস নেতা কর্মীরা এই পুনঃ নির্ধারণ মানছি না, হিমন্ত বিশ্ব শর্মা মুদরাবাদ আওয়াজ তুলে কংগ্রেস নেতা থৈবা সিংহ কে মালা দিয়ে বরণ করে থানা থেকে নিয়ে যান।

আজকের এই বন্ধ কে সার্থক করে তোলার জন্য লক্ষ্মীপুর মহকুমা বাসি জনসাধারণ তথা ব্যবসায়ী গন কে কংগ্রেস দলের তরফে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক থৈবা সিংহ ধন্যবাদ জানান।