বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরী ২রা জুলাই —- পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে আসাম সরকারের বন ও পরিবেশ মন্ত্রক সমগ্র রাজ্যে ব্যাপক কার্যসূচি হাতে নিয়েছে।গাছ লাগান পরিবেশ রক্ষা করুন, এই স্লোগানে সমগ্র রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা কর্মসূচি ও হাতে নেওয়া হয়েছে।
সেই অনুযায়ী আজ কালাইন রেঞ্জের অধীন বিহাড়া নুনছড়ি সাব বিটের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল এগারোটায় অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে আগ্রহ সহকারে গাছের চারা সংগ্রহ করেন। এই কার্য্যসুচীতে গাছের চারা গুলো জনগণের হাতে তুলে দেন নুনছড়ি সাব বিটের বিট অফিসার কাজল কুমার সেন সহ অন্যান্য বনকর্মীরা যথাক্রমে জয়তোষ ভট্টাচার্য আফজল হোসেন বড়ভূইয়া ও কৌশিক পাল ।
এছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ রায়, পার্থ দেব, অমল মজুমদার ও অসিত ঘোষ প্রমুখ। নুনছড়ি সাব বিটের এই ধরনের পদক্ষেপ কে সাধুবাদ জানান বিহাড়া বাজার এলাকার বিশিষ্ট জনেরা।