লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১৫ ই জুলাই — লক্ষ্মীপুর শ্মশান রোডের ট্রেন্স ফর্মারে আজ দুপুর বেলা শর্ট হলে এল টি লাইনের তারে আগুন ধরে যায়,ফলে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে বেশ কিছু বসত বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানের ছাউনিতে এসব দেখে স্থানীয় লোকজন দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের কাছে খবর পাঠান, খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের এস ডি ও ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে পৌরসভার সভাপতি মৃণাল কান্তি দাস ও ২ নং ওয়ার্ডের কমিশনার গুঞ্জন কর কে এই ঘটনার খবর পাঠানো হয়। তড়িঘড়ি করে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন করে দেন। এদিকে আজকের এই প্রচন্ড গরমে নাজেহাল স্থানীয় বাসিন্দারা তার মধ্যে এই ধরণের ঘটনায় স্বাভাবিক ভাবে স্থানীয় বাসিন্দারা চটে লাল হয়ে বলেন বিভাগীয় কতৃপক্ষের কাছে এই ট্রেন্স ফর্মার টি অন্য জায়গায় সরানোর দাবি জানানো সত্ত্বেও কতৃপক্ষ শুধু আশ্বাস প্রদান করেন, কিন্তু সরানোর চেষ্টা করেন না। তারা আরো ও বলেন আজ যদি জানমালের ক্ষতি হতো তাহলে বিদ্যুৎ বিভাগ দায়ি হতো।
কেন এধরনের ঘটনা ঘটে? এস ডি ও কে প্রশ্ন করলে তিনি বলেন কারিগরি বিচ্যূতির ফলে এধরনের ঘটনা সংঘটিত হয়, শুধু এখানে নয় অন্য জায়গায় ও হয়। আজকের তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এস ডি ও বলেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে মেরামতির কাজ যুদ্ধ কালীন ভিত্তিতে চলছে যাতে করে লাইন সচল করা যায়। আজকের এই ঘটনার জন্য স্থানীয় সচেতন মহল বিদ্যুৎ বিভাগের গাফিলতি বলে মন্তব্য করেছেন।