DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

সাহারা কোম্পানির আমানত কারি দের জন্য সুখবর – জমাকৃত অর্থ ফেরত দেয়ার নির্দেশ প্রদান মহামান্য সুপ্রীম কোর্টের

বিশেষ প্রতিবেদন ১৯ শে জুলাই শিলচর — একদা সমগ্র ভারতে সাহারা কোম্পানি এত জনপ্রিয় হয়ে গেছিল তা আর বলার অপেক্ষা রাখে না।কি গ্রাম কি শহর সর্বত্রই সাহারা কোম্পানির এজেন্ট দের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়েছে।আমানত কারি দের  ও উৎসাহিত হতে দেখা গেছে। বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প হাতে নিতে সাহারা কোম্পানি কতৃপক্ষের কোনো ঘাটতি ছিল না। সফল ও হয়েছিল কোম্পানি।আর বেকারত্ব গোছাতে কোম্পানী পিছপা হয় নি। লাখো বেকার যুবক যুবতী নিজেদেরকে সাহারা পরিবারের সদস্যদের তালিকায় স্থান করে নিয়েছিল।

আমানতকারীদের কাছে টানতে এজেন্ট দের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে তাদের আমানত শেয়ার বাজারে লগ্নি করে এই সংস্থা বিরাট অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে ধীরে ধীরে সাহারা কোম্পানি আমানতকারীদের অর্থ ফেরত দিতে টালবাহানা শুরু করে। ধীরে ধীরে সাহারা কোম্পানি কর্তৃপক্ষ তাদের কার্যালয় গুলোকে গুটিয়ে নেয় এবং কোম্পানি কে দেওলিয়া হিসেবে ঘোষণা করে। অফিস গুটিয়ে নেওয়ার পর আমানত কারি গন এজেন্ট দের উপর চাপ সৃষ্টি করেন।  সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। অবশেষে মহামান্য সুপ্রীম কোর্টের নির্দেশ মর্মে ভারত সরকারের গৃহ বিভাগ আমানত কারি দের অর্থ ফেরত দিতে সাহারা রিফান্ড পোর্টাল নামের একটি অনলাইন পোর্টাল খুলার সিদ্ধান্ত নেয়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শ্বাহ এই রিফান্ড পোর্টাল বিষয়ে বলেন এই পোর্টালের মাধ্যমে আমানত কারি গন তাদের বিস্তারিত তথ্য অনলাইনে আপলোড করতে হবে এর ৩০ দিনের মধ্যে তাদের কে নোটিশ প্রদান করে জমানো টাকা ফেরত দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শ্বাহের এই ঘোষণার পর দীর্ঘদিন ধরে যেসব আমানত কারি তাদের কষ্টার্জিত অর্থের আশা ছেড়ে দিয়েছিলেন তাদের মুখে আজ হাসির জোয়ার বইছে এমনটাই পরিলক্ষিত হলো।