লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৪ঠা আগষ্ট — যেমন প্রতিশ্রুতি তেমনই কাজ, নির্বাচনের সময় তিনি বলেছিলেন আমি নির্বাচনে জয়ী হলে লক্ষ্মীপুর মহকুমার উন্নয়নে সচেষ্ট হবো এবং তা করে যাচ্ছেন বলে জানিয়েছেন আজকের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত বেশ কিছু সচেতন নাগরিক।
আজ মাননীয় বিধায়ক সম্পূর্ণ শাস্ত্রীয় বিধান মতে লক্ষ্মীপুর শিশু বিকাশ প্রকল্পের অধীন মোট আটটি আদর্শ অঙ্গন বাড়ি ভবন নির্মাণের শিলান্যাস করেন। উক্ত প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে দুই কোটি টাকা । শিলান্যাস অনুষ্ঠান শেষে এক সভার আয়োজন করা হয়, সভায় মাননীয় বিধায়ক কৌশিক রাই বলেন মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেয়েছেন যে গ্রামের কচি কাঁচা ছেলে মেয়েরা যাতে উপযুক্ত পরিবেশে শিক্ষা লাভ করতে পারে তারজন্য উপযুক্ত অঙ্গন বাড়ি ভবন নির্মাণ আবশ্যক ,সেই মতো সমগ্র রাজ্যে আদর্শ অঙ্গন বাড়ি ভবন নির্মাণের কাজ জোরকদমে শুরু হয়েছে,আর সেটার অঙ্গ হিসেবে আজ আমাদের বিন্না কান্দি উন্নয়ন খন্ডের মোট আটটি স্থানে ভবন নির্মাণের শিলান্যাস হলো। আজকের এই সভায় অন্যান্য দের মধ্যে ছোট মামদা পঞ্চায়েত সভাপতি রাজেশ দাস সহ আরো অনেকে।
এই আটটি আদর্শ অঙ্গন বাড়ি ভবন নির্মাণের দায়িত্ব প্রদান করা হয়েছে কাছাড় জেলা পরিষদের ইঞ্জিনিয়ার শৈলেশ সিংহ কে। কাজের গুণগত মানের বিষয়ে স্থানীয় বাসিন্দা দের নজর রাখার আহ্বান জানান শৈলেশ সিংহ।