DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

কাঠিগড়া শিশু উন্নয়ন প্রকল্পের অধীন ১৯০ নং অঙ্গন বাড়ি কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন হয়নি – অভিযোগ গ্রাম বাসি দের

বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন,১৫ ই আগস্ট —- সমগ্র রাজ্যের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রতি ঘরে ঘরে যখন আনুষ্ঠানিক ভাবে ৭৭ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হচ্ছিল ঠিক তার বিপরীত দৃশ্য দেখা গেছে কাঠিগড়া শিশু উন্নয়ন প্রকল্পের অধীন গড়ের ভিতর ২ য় খন্ড এলাকার ১৯০ নং অঙ্গন বাড়ি কেন্দ্রে।

সূত্র মতে জানা গেছে,এই ১৯০ নং অঙ্গন বাড়ি কেন্দ্রে আজ দীর্ঘদিন ধরে  না আসেন কর্মী সহায়িকা না আসে কচিকাঁচা, অবহেলায় ধুঁকছে এই কেন্দ্র। এদিকে সরকারের বরাদ্দ সামগ্রী যথারীতি আসছে কিন্তু যাদের উন্নয়নের জন্য এই সব সামগ্রী প্রদান করা হচ্ছে তাদের কে এই কেন্দ্রে দেখা যাচ্ছে না। আজকের এই মহান দিবসের পতাকা উত্তোলন হয়নি দেখে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে তাদের অভিযোগ তুলে ধরেন। এই কেন্দ্রের অধীন  জনসাধারণের মধ্যে পিনাক নাথ, দিলীপ নমঃ শূদ্র, সিতুল রায়, স্বপ্না নাথ,সহ অনেকেই এই প্রতিবেদক কে বলেন  দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে দেখা যায় নি কর্মী সহায়িকা দের। স্থানীয় বাসিন্দাদের কোনো গুরুত্ব প্রদান না করে কর্মী সাথি নাথ বিভাগীয় কতৃপক্ষের মদতে সহায়িকার ঘরে কেন্দ্র চালিয়ে যাচ্ছেন কিন্তু যেখানে কচিকাঁচা দের অভিবাবকদের মত নেই সেখানে কি ভাবে এই কেন্দ্র চলছে তা নিয়ে রীতিমতো খেদ প্রকাশ করেছেন তারা। এদিকে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে সব কিছু তুলে ধরার পরিকল্পনা করছেন জানতে পেরে কর্মী সাথি নাথ কেন্দ্রে উপস্থিত হন,পতাকা উত্তোলন হয়নি কেন প্রশ্ন করলে তিনি বলেন এই ঘর অকেজো হয়ে পড়েছে তাই এখানে পতাকা উত্তোলন হয়নি, যেখানে কেন্দ্র চলছে সেখানে পতাকা উত্তোলন করা হবে, আপনারা জমির ব্যবস্থা করেন।

কর্মী সাথি নাথের কথায় স্থানীয় বাসিন্দারা মোটেই যে সন্তুষ্ট নন আজ এব্যাপারে এই প্রতিবেদক কে তারা জানিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে যেহেতু এই ঘরটি সরকার তৈরি করে দিয়েছে সেখানে অকেজো হয়ে পড়লে সরকার তা মেরামত করে দেবে, এখানে জমি দেওয়ার কথা কোথা থেকে আসে,যে জমিতে এই ১৯০ নং অঙ্গন বাড়ি ভবন নির্মাণ করা হয়েছে সেখান থেকে সরিয়ে নিতে তো কোনো ধরনের আপত্তি আজ পর্যন্ত উঠেনি তাহলে জমির প্রসঙ্গ টেনে আনলেন কেনো কর্মী সাথি নাথ।এটা শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক গন।

আজকের এই দিনে সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়নি কেন তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কাঠিগড়া শিশু উন্নয়ন প্রকল্পের আধিকারিক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন। এব্যাপারে শীঘ্রই স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক।