DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

মহাকাশ সম্পর্কে জানার আগ্রহী হতে ছাত্র ছাত্রীদের আহ্বান জানান ড,টি পি শশী কুমার

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২৭ শে আগষ্ট —- চন্দ্র যান -৩ এর সফল অবতরণের পর গতকাল জিরি ঘাট হলি হার্টস ইংলিশ স্কুলের ভার্চুয়াল মিটিং সত্যিকার অর্থে প্রশংসনীয় বলে জানিয়েছেন সচেতন নাগরিক মহল। গতকাল এই স্কুলে অনুষ্ঠিত সভায়  প্রাক্তন বৈজ্ঞানিক ড,টি পি শশী কুমার  তার বক্তব্যে মহাকাশ সম্পর্কে যে সব তথ্য উপস্থিত ছাত্র ছাত্রীদের সম্মুখে বর্ণনা করেন তাতে দেখা গেছে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ উজ্জিবিত হয়েছে। তাঁর গবেষণার বিষয়ে আলোকপাত করা বক্তব্য ছাত্র ছাত্রীদের মধ্যে মহাকাশ  বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে যে আগ্রহ জাগ্রত হবে তা আর বলার অপেক্ষা রাখে না মনে করছেন আয়োজকরা।

ছাত্র ছাত্রীদের উৎসাহ দেখে তিনি প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে তিনি এই স্কুলে উপস্থিত হয়ে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করবেন। এখানে উল্লেখ্য যে স্কুল কতৃপক্ষের এই ধরণের আয়োজন করা নিয়ে অভিবাবকদের তরফে স্কুল কতৃপক্ষের প্রশংসা করা হয়েছে ।গতকালের এই সভায় অন্যান্য অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এখানে উল্লেখ্য যে এই স্কুলে কতৃপক্ষ প্রতি বছর জাতীয় স্তরের অনুষ্ঠান গুলো আয়োজন করে থাকেন ,এবারের এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য ছিল চন্দ্র যান ৩ এর সফল অবতরণের প্রেক্ষাপটে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠানের খবর জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অমিত দেব।