DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

পূর্ত বিভাগ হাত গুটিয়ে বসে আছে,সেতু সারাই নিয়ে কোনো হেলদোল নেই – জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিক গন

বিশেষ প্রতিবেদন ২৮ শে আগষ্ট শিলচর —- পূর্ত বিভাগ শুধু Bridge closed  লিখে দিয়ে একেবারে হাত পা গুটিয়ে বসে আছে বলেই মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক গন। প্রায় মাস তিনেক হতে চলেছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে কোনো ধরনের সংস্কারের উদ্যোগ নিতে চোখে পড়েছে না দেখে বর্তমান সরকারের ভাবমূর্তি নিয়ে রীতিমতো খেদ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

আজ এই প্রতিবেদক শিলচর কালাইন সড়কের ভাঙ্গার পার পুলিশ ফাঁড়ির নিকটে থাকা সেতু টির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হতে  গেলে দেখতে পান যে ছোট ছোট গাড়ি যথারীতি চলাচল করছে অবশ্য যাত্রী বাস ও মালবাহী ট্রাক চলাচল করছে না। এদিকে এই সেতুর বর্তমান বেহাল দশায় বিকল্প সড়ক হিসেবে ভাঙ্গার পার ভায়া সোনাপুর রং ঘর সড়ক দিয়ে যাত্রী বাহি বাস ও মালবাহী ট্রাক চলাচল করছে। এই গ্রামীণ সড়ক একক সড়ক হিসেবে তৈরী করা হয়েছে তার মধ্যে এই সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচলের দরুন বর্তমানে এই সড়কের হাল এমনটাই হয়েছে যখন তখন বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে এই সড়কের লাগোয়া বাসিন্দারা মনে করছেন।

একক সড়ক হবার ফলে প্রায় সময়ই বিপরীত গামী ছোট ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।  যার ফলে প্রায়ই বচসার সুত্রপাত হয়। এদিকে পূর্ত বিভাগের তরফে ভাঙ্গার পার বাবুর বাজার প্রধানমন্ত্রী সড়ক কে অক্ষূণ্য রাখতে মাস ছয়েক পূর্বে লোহার গেট বসিয়ে ছিলো তা নিয়ে পূর্ত বিভাগ কে ধন্যবাদ জানান এই এলাকার লোকজন। কিন্তু বর্তমানে এই গেইট তুলে দেওয়া হয়েছে। ফলে এই তিন কিলোমিটার সড়কের উপর দিয়ে অহরহ ভারি যানবাহন চলাচল শুরু হয়েছে, এভাবে ভারি যানবাহন চলাচল করলে এই সড়ক ও অনুপোযোগী হয়ে পড়বে। এবিষয়ে পূর্ত বিভাগের স্পষ্ট কোনো উত্তর মিলছে না।

এক বিশেষ সূত্র জানিয়েছে পূর্ত বিভাগ এই গেইট তুলে নিতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নি, এই গেইট খুলা নিয়ে কাছাড়ের একজন অতিরিক্ত জেলা শাসক নাকি নির্দেশ প্রদান করেছেন সেই মতো বিহাড়া পুলিশের হাতে ও নাকি কাগজ পত্র এসেছে। স্থানীয় বিশিষ্ট জনেরা সরকারের এই দ্বীচারিতা কে মেনে নিতে পারছেন না বলে জানা গেছে।

সড়ক যোগাযোগ ব্যবস্থার বাস্তব চিত্র সরজমিনে পরিদর্শন করতে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিক মহল।