নিজস্ব প্রতিনিধি ৫ ই সেপ্টেম্বর শিলচর —- যথার্থ মূল্যায়ন করা হয়েছে বিশিষ্ট কর্কট রোগ বিশেষজ্ঞ ডাঃ রবি কান্নান কে এমনটাই মনে করছে বিডিএফ, গতকাল শিলচর ক্যানসার হাসপাতালে উপস্থিত হন বিডিএফ সংগঠনের কর্মকর্তারা। মর্যাদা পূর্ণ রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ রবি কান্নান কে প্রথমেই উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন বিডিএফের আহ্বায়ক হৃষিকেশ দে। এরপর ফুলের তোড়া উপহার দেন বিডিএফ মিডিয়া সেলের মূখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পর বিডিএফ সংগঠনের মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় একটি মানপত্র ডাঃ কান্নানের হাতে দিয়ে তাঁর শ্রীবৃদ্ধি কামনা করেন।
অবশেষে সাংবাদিক দের সম্মুখে বিডিএফের মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন কর্কট রোগ বিশেষজ্ঞ ডাঃ রবি কান্নান কে যথার্থ মূল্যায়ন করা হয়েছে, তাঁকে যে সম্মানে ভূষিত করা হয়েছে তার জন্য সমগ্র বরাক বাসী গর্বিত। কর্কট রোগ বিশেষজ্ঞ হিসেবে বরাক তথা উত্তর পূর্বাঞ্চল খ্যাত চিকিৎসক হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। প্রদীপ দত্ত রায় আরও বলেন যে এই হাসপাতাল কে উন্নীত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের সাহায্য একান্তই আবশ্যক, তিনি কেন্দ্র ও রাজ্য সরকার কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে আহ্বান জানান। তিনি আরো ও বলেন তাঁর আশা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই হাসপাতালের উন্নয়নে উদ্যোগ নিবেন।
গতকালের এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন নবারুণ দে চৌধুরী,বাহার আহমেদ চৌধুরী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন বিডিএফের তরফে দেবায়ন দেব।